কুড়িগ্রামের ফুলবাড়ীতে খালের পানিতে ডুবে বিথী মনি (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খলিশাকোঠাল গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু ওই গ্রামের আব্দুল হানিফের মেয়ে।
স্থানীয় ও শিশুটির স্বজন সিরাজুল ইসলাম জানান, বাড়িতে একাই খেলনা নিয়ে খেলছিল শিশুটি। এক সময় সকলের অগোচরে পেছনের খালের পানিতে পড়ে ডুবে যায়। কিছু সময় পর শিশুটির পরিবার বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে পায়নি। পরে পেছনের খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।