হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে হোসনে আরা (২৭) নামের এক নারীকে হত্যার দায়ে তাঁর দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুস সালাম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চিলমারীর পুটিমারী হাটিথানা মণ্ডলপাড়া এলাকার ইয়াকুব আলী মণ্ডলের ছেলে মিজানুর রহমান লিটন (২৬)। হত্যার দায়ে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

এ ছাড়া হত্যার আলামত বিনষ্ট করার অপরাধে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালের ২ মে ব্রহ্মপুত্র নদের ব্যাঙমারার চর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে আসামি অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা করে।

পরে পুলিশ অনুসন্ধান করে এ হত্যার মূল পরিকল্পনাকারী মিজানুর রহমান লিটনকে শনাক্ত করে। পরে জানা যায় লিটন ঘটনাস্থলে ওই নারীকে নিয়ে গিয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যার পর আলামত বিনষ্ট করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লিটন তাঁর বড় ভাই রতন মণ্ডলের স্ত্রী হোসনে আরার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটান।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নাজমুল ইসলাম এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স অ্যাডভোকেট এ টি এম এরশাদুল হক চৌধুরী।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার