হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে ভাবিকে হত্যার দায়ে দেবরের যাবজ্জীবন

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে হোসনে আরা (২৭) নামের এক নারীকে হত্যার দায়ে তাঁর দেবরের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ বুধবার বিকেলে আট বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন কুড়িগ্রামের অতিরিক্ত দায়রা জজ মো. আব্দুস সালাম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন চিলমারীর পুটিমারী হাটিথানা মণ্ডলপাড়া এলাকার ইয়াকুব আলী মণ্ডলের ছেলে মিজানুর রহমান লিটন (২৬)। হত্যার দায়ে আদালত তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।

এ ছাড়া হত্যার আলামত বিনষ্ট করার অপরাধে তাঁকে দুই বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। আসামি পলাতক থাকায় তাঁর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করা হয়।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নাজমুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৬ সালের ২ মে ব্রহ্মপুত্র নদের ব্যাঙমারার চর থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। পুলিশ লাশ উদ্ধার করে আসামি অজ্ঞাত দেখিয়ে একটি হত্যা মামলা করে।

পরে পুলিশ অনুসন্ধান করে এ হত্যার মূল পরিকল্পনাকারী মিজানুর রহমান লিটনকে শনাক্ত করে। পরে জানা যায় লিটন ঘটনাস্থলে ওই নারীকে নিয়ে গিয়ে ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন। পরে হত্যার পর আলামত বিনষ্ট করে লাশ ফেলে রেখে পালিয়ে যায়। লিটন তাঁর বড় ভাই রতন মণ্ডলের স্ত্রী হোসনে আরার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্ক এবং টাকা লেনদেনকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটান।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন বিজ্ঞ অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. নাজমুল ইসলাম এবং আসামিপক্ষে স্টেট ডিফেন্স অ্যাডভোকেট এ টি এম এরশাদুল হক চৌধুরী।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ