হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ওভারটেক করার সময় ভ্যানে বাসের ধাক্কা, মা-ছেলে নিহত 

ঠাকুরগাঁও প্রতিনিধি

দিনাজপুরের বীরগঞ্জে ওভারটেক করার সময় বাসের ধাক্কায় ভ্যানযাত্রী মা ও তাঁর শিশুছেলে নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুজন। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বীরগঞ্জ উপজেলার সাতোর ইউনিয়নের প্রাণনগর গ্রামের মাহবুব ইসলামের স্ত্রী খায়রুন নাহার (২৪) ও তাঁর ৭ মাস বয়সী সন্তান আবু যার গিফারী। আহতরা হলেন মাহবুব ও তাঁর ছোট বোন সাদিয়া খাতুন। 

দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন দিনাজপুরের দশমাইল হাইওয়ে থানার উপপরিদর্শক নাজমুল ইসলাম। তিনি বলেন, এই ঘটনায় বাস আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছেন। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদ উপলক্ষে মাহবুব স্ত্রী, সন্তান ও ছোট বোনকে নিয়ে আজ বিকেল সাড়ে ৪টার দিকে ভ্যানে করে ঠাকুরগাঁও সদরের সালান্দর এলাকায় শ্বশুরবাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। পথে দলুয়া পল্লী বিদ্যুৎ এলাকায় পৌঁছালে ঠাকুরগাঁও থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী একটি বাস বেপোরোয়া গতিতে ওভারটেক করার সময় ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে খায়রুন নাহার ও তাঁর কোলের সন্তান আবু যার নিহত হন। 

মাহবুবের চাচাতো ভাই শাহরুল ইসলাম জানান, দুর্ঘটনায় তাঁর ভাবির দুই পা ও ভাতিজার একটি পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়। নিহতদের মরদেহ বাড়িতে নেওয়া হয়েছে। মাহবুব ও তাঁর ছোট বোনকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা রকিবুল আলম বলেন, মাহবুব ও তাঁর বোনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা