হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার বিএনপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয় জানানো হয়েছে। 

সদ্য বিলুপ্ত জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা এই তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন। তিনি কেন্দ্রের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। 

রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘দলের গৃহীত এক সিদ্ধান্তে কুড়িগ্রাম জেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে কুড়িগ্রাম জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা করা হবে।’ 

এর আগে ২০১৬ সালে ১৫১ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা কমিটি গঠন করা হয়। কিন্তু শুরু থেকেই সভাপতি তাসভীরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়। 

মেয়াদোত্তীর্ণ কমিটি আর দ্বন্দ্বের কারণে দলটির সাংগঠনিক কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়ে। দলীয় যেকোনো কর্মসূচি বাস্তবায়নেও নেতা–কর্মীদের মধ্যে বিভক্তি প্রকাশ্যে রূপ পেয়ে আসছিল। কমিটি বিলুপ্ত ঘোষণার মাধ্যমে আপাতত এসবের অবসান হলো বলে মনে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানিয়েছেন দলটির নেতা–কর্মীরা। 

সদ্য সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা বলেন, ‘কমিটির ভেঙেছে ভালো হয়েছে। এত দ্বন্দ্বের চেয়ে ভেঙে দিয়েছে এতে আমি খুশি। আমি এই সিদ্ধান্তকে স্বাগত জানাই।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ