হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুর জেলার শ্রেষ্ঠ সহকারী কমিশনার পার্বতীপুরের প্রীতম সাহা

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি  

বিভাগীয় পর্যায়ে রাজস্ব ও ভূমি সেবায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য দিনাজপুর জেলায় শ্রেষ্ঠ সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নির্বাচিত হয়েছেন পার্বতীপুরের সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা। জেলার চৌকস অফিসার হিসাবে দায়িত্বপালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আজ সোমবার দুপুরে এক বার্তায় ভূমি মন্ত্রণালয় জানায়। 

একজন সৎ সরকারি অফিসার হিসেবে তিনি পার্বতীপুর উপজেলাবাসীর নিকট পরিচিত লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য কর্মকাণ্ডের মধ্যে অবৈধ বালু মহলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা, অবৈধ দখলবাজদের হাত থেকে সরকারি খাসজমি উদ্ধার করা, কম ভোগান্তিতে স্বল্প সময়ে ভূমি নামজারির ব্যবস্থা করা, মাদক ব্যবসায়ী, চোর, মাদক সেবীদের আইনের আওতায় এনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা ইত্যাদি। করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে তিনি করোনায় আক্রান্ত হন।

পার্বতীপুর উপজেলার সাধারণ জনগণ তাদের প্রতিক্রিয়া জানান, তিনি একজন সত্যিকারের জনবান্ধব এসিল্যান্ড। একজন যোগ্য ব্যক্তি, তিনি শ্রেষ্ঠ হওয়ার যোগ্যতা রাখে। উপজেলাবাসী তাঁর কর্মকাণ্ডে খুশি।

পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা ২০১৪ সালে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে কৃষি তথ্য বিভাগে মাস্টার্স সম্পন্নের পর ৩৫তম বিসিএসে ২০১৭ সালে সরকারি চাকরিতে যোগদান করেন। চাকরিতে যোগদানের পর তিনি যশোর জেলা প্রশাসক কার্যালয়ে সহকারী কমিশনার পদে দায়িত্ব পালনের পর ২০২০ সালে ২৭ জুলাই পদোন্নতি পেয়ে ঠাকুরগাঁও রানীশংকৈল উপজেলা এবং সবশেষে ২০২১ সালের ৮ আগস্ট দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে যোগদান করেন।

প্রীতম সাহা সততা আর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে দেশ ও জনগণের সেবার জন্য সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন। দায়িত্ব পালনকালে সংশ্লিষ্টদের সহযোগিতার জন্য আজকের এই কৃতিত্ব অর্জন করা সম্ভব হয়েছে বলেও জানান তিনি।

সৎ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আগামীতে দেশ সেরা কর্মকর্তা হওয়ার আশাবাদ ব্যক্ত করেন সহকারী কমিশনার (ভূমি) প্রীতম সাহা।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ