হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী ট্রাকের হেলপার নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা শহরে বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী অপর একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হেলপারের নাম মো. আলম মিয়া (৫০)। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলিত বালুবাহী একটি ট্রাক কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকা অতিক্রমের সময় সেখানে দাঁড়িয়ে থাকা কাঁচা মরিচবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় মরিচবাহী ট্রাকের হেলপার আলম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া বালুবাহী ট্রাকটির চালক জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা আহত চালককে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে মরিচবাহী ট্রাকটির চালক ও বালুবাহী ট্রাকটির হেলপার পালিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন বালুবাহী ট্রাকের চালক জুয়েল বলেন, ‘বালু নিয়ে ধরলা আবাসনে যাচ্ছিলাম। ভোরে বাজারের ওখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে জায়গা দিতে গিয়ে মরিচের গাড়িতে ধাক্কা লাগে।’ 

ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ