হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী ট্রাকের হেলপার নিহত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম জেলা শহরে বালুবাহী ট্রাকের ধাক্কায় মরিচবাহী অপর একটি ট্রাকের হেলপার নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে শহরের জিয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহত হেলপারের নাম মো. আলম মিয়া (৫০)। তিনি কুষ্টিয়া জেলার বাসিন্দা।

স্থানীয়রা জানান, চিলমারীর ব্রহ্মপুত্র নদ থেকে উত্তোলিত বালুবাহী একটি ট্রাক কুড়িগ্রাম শহরের জিয়া বাজার এলাকা অতিক্রমের সময় সেখানে দাঁড়িয়ে থাকা কাঁচা মরিচবাহী একটি ট্রাককে ধাক্কা দেয়। এ সময় মরিচবাহী ট্রাকের হেলপার আলম মিয়া ঘটনাস্থলেই নিহত হন। এ ছাড়া বালুবাহী ট্রাকটির চালক জুয়েল গুরুতর আহত হন। স্থানীয়রা আহত চালককে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করেন। তবে মরিচবাহী ট্রাকটির চালক ও বালুবাহী ট্রাকটির হেলপার পালিয়ে যান।

হাসপাতালে চিকিৎসাধীন বালুবাহী ট্রাকের চালক জুয়েল বলেন, ‘বালু নিয়ে ধরলা আবাসনে যাচ্ছিলাম। ভোরে বাজারের ওখানে একটি গাড়ি দাঁড়িয়ে ছিল। বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে জায়গা দিতে গিয়ে মরিচের গাড়িতে ধাক্কা লাগে।’ 

ওসি খান মো. শাহরিয়ার বলেন, ‘মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ট্রাক দুটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ