হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে ভ্রাম্যমাণ আদালতে বাবা-ছেলের সাজা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে মাদক সেবনের দায়ে বাবা ও ছেলেকে কারাদণ্ড দিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার দুপুরে জেলা সদরের পৌর এলাকার চামড়ার গোলা নয়াগ্রামে এই অভিযান চালানো হয়। এ সময় তাঁদের জরিমানাও করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম কার্যালয়ের পরিদর্শক তরুণ কুমার রায় এই তথ্য নিশ্চিত করেছেন।

সাজাপ্রাপ্ত দুজন হলেন মো. ইসলাম (৫৭) ও তাঁর ছেলে হৃদয় খান (২৭)। ইসলামকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং হৃদয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া বাবা-ছেলে উভয়কে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সাজাপ্রাপ্ত ইসলাম ও তাঁর ছেলে হৃদয় দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। ইসলাম নিয়মিত হেরোইন সেবন করে বাড়িতে জিনিসপত্র ভাঙচুর করেন। মাদকের টাকার জোগান দিতে তিনি পরিবারের আসবাবপত্রও বিক্রি করেন। বাবা-ছেলের মাদকাসক্তির কারণে পরিবারে অশান্তি লেগেই থাকে। এর আগে দুজনই মাদক মামলায় কারাভোগ করেছেন। আজ রোববার বাড়িতে বসে মাদক সেবনের অভিযোগ পেয়ে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের দল। সেখানে ভ্রাম্যমাণ আদালতে তাঁদের সাজা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে অধিদপ্তরের পরিদর্শক তরুণ কুমার রায় আজকের পত্রিকাকে বলেন, কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুসফিকুল আলম হালিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্তদের মাদকাসক্ত অবস্থায় পাওয়া গেছে। তাঁদের কাছে দশমিক এক গ্রাম গলানো হেরোইন পাওয়া গেছে। সাজা ঘোষণার পর বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ