হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নাগেশ্বরীতে দুর্বৃত্তদের হামলায় বামনডাঙ্গা ইউপি চেয়ারম্যান আহত

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুর্বৃত্তদের মারধরের ঘটনায় বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান রনি গুরুতর আহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। 

আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়, পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, বামনডাঙ্গা ইউনিয়নের বন্ধুর বাজারে ব্যক্তিগত অফিসে লোকজন নিয়ে বিশেষ বৈঠক করছিলেন আসাদুজ্জামান রনি। এ সময় ১০-১২ জনের একটি দুর্বৃত্ত দল লাঠি ও লোহার রড নিয়ে তাঁর অফিসে অতর্কিত হামলা চালায় এবং রনিকে মারধর করে। এতে মাথা ফেটে গুরুতর আহত হন তিনি। এরপর দ্রুত সটকে পড়ে দুর্বৃত্তরা। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। 

প্রত্যক্ষদর্শী ফারুক হোসেন বলেন, ‘গতকাল রাত ৮টার দিকে বন্ধুর বাজারে ব্যক্তিগত অফিসে বেশ কিছু লোকজন নিয়ে চেয়ারম্যান মিটিং করেছিলেন। ঘণ্টাখানেক পর হঠাৎ ১০-১২ জনের দুর্বৃত্ত দল লাঠিসোঁটা নিয়ে অফিসে হামলা চালায়। এ সময় তারা অন্য লোকদের মারধর করে অফিস থেকে বের করে দেয়। পরে চেয়ারম্যানকে বেধড়ক মারধর করে তারা। এ সময় দুর্বৃত্তদের রডের আঘাতে চেয়ারম্যানের মাথা ফেটে যায়।’ 

ঘটনাস্থলে উপস্থিত থাকা ৪ নম্বর ওয়ার্ডের সদস্য নূরুন্নবী ইসলাম বলেন, ‘ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেনের ছোট ভাই সৈয়দ ও টুনকুর নেতৃত্বে এ হামলা চালানো হয়েছে। আমরা ওই দুজনকে চিনতে পেরেছি। বাকিরা মুখোশ পরা ছিল।’ 

নাগেশ্বরী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তামবিরূল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যানকে মারধরের ঘটনায় গতকাল দিবাগত রাত ২টার দিকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ