হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

উদ্ধার হওয়া পিস্তল ও ম্যাগাজিন। ছবি: আজকের পত্রিকা

ঠাকুরগাঁওয়ে অবৈধ বিদেশি পিস্তলসহ সোহেল রানা (৩৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাত ৩টার দিকে ঠাকুরগাঁও পৌরসভার গোবিন্দনগর এলাকায় অভিযান চালায়। এ সময় সোহেল রানা (৩৩) নামের এক যুবকের বাড়ি থেকে একটি অবৈধ বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

সোহেল রানা রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকায় ডাচ্‌-বাংলা এজেন্ট ব্যাংকিং পরিচালনা করেন। তিনি অবৈধভাবে বিদেশি পিস্তল সংরক্ষণ করতেন বলে পুলিশের কাছে খবর ছিল। সেই খবরের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

আজ সোমবার সকালে পুলিশ সুপার (এসপি) জাহিদ ইকবাল তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, উদ্ধার হওয়া অস্ত্রটি দিয়ে ইতিমধ্যে কোনো অপরাধ কর্মকাণ্ড ঘটেছে কি না তা তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তির বিরুদ্ধে অবৈধ অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন। এ মামলায় তাঁকে রিমান্ডের আবেদন করা হবে আদালতে।

এদিকে ঠাকুরগাঁও থানার পুলিশ রহিমানপুর পল্লী বিদ্যুৎ এলাকায় মৎস্য খামারে অভিযান চালিয়ে মাদক মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তাঁর নাম গোলাম কিবরিয়া।

পুলিশ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ঠাকুরগাঁও জেলায় বিভিন্ন মামলায় ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সদর থানায় দুজন, পীরগঞ্জ থানায় চারজন, হরিপুর থানায় একজন এবং ভুল্লী থানায় একজন।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা