হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

খুলছিলনা আঠা দেওয়া তালা, ব্যবসায়ী ফিরে দেখেন ২০ লাখ টাকার ব্যাগ উধাও

রানীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি

ঘড়ির কাটায় তখন সকাল সাড়ে ১০টা। বাড়ি থেকে ২০ লাখ টাকার ব্যাগ মোটরসাইকেল করে নিয়ে নিজের দোকানে পৌঁছেন ব্যবসায়ী আলমগীর হোসেন। টাকার ব্যাগটি মোটরসাইকেলের হ্যান্ডেলে রেখে প্রতিদিনের মতো দোকানের তালা খুলতে যান। তবে তালা আর খোলে না। বারবার চেষ্টা করে ব্যর্থ হয়ে পেছনের ফিরে দেখেন মোটরসাইকেলে টাকার ব্যাগটি নেই। আঁতকে ওঠেন ব্যবসায়ী আলমগীর। আশপাশ খোঁজাখুঁজি করেও মেলেনি ব্যাগের হদিশ। পরে স্থানীয়দের জানালে বিষয়টি শহরের ‘টক অব দ্যা টাউনে’ পরিণত হয়।

আজ রোববার সকাল সাড়ে ১০টায় ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর শহরের ডিগ্রি কলেজসংলগ্ন আলম ব্যাটারি হাউসে এ ঘটনা ঘটে। 

আলমগীর হোসেন পৌর শহরের ভান্ডারা গ্রামের বাসিন্দা একজন ব্যাটারি ব্যবসায়ী। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে ব্যাগ রেখে দোকানের তালা খুলতে যাই। তালা না খুললে পেছনে ফিরে দেখি মোটরসাইকেলে টাকার কালো ব্যাগটি নেই। পরে খোঁজাখুঁজির করে টাকার খোঁজ পাওয়া যায়নি।’ 

আলমগীর হোসেন আরও বলেন, ‘দোকানের তালাগুলোতে কেউ আঠা জাতীয় কিছু দিয়ে ভরে রেখেছিল। যেন চাবি দিয়ে তালা সহজে খোলা না যায়। ঠিক এ সুযোগেই ব্যাগটি নিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। এটি পরিকল্পিত। 

খবর পেয়ে রানীশংকৈল সার্কেলের সহকারী পুলিশ সুপার ফারুক হোসেন ইউনিটসহ ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত করেছেন। 

এএসপি ফারুক হোসেন বলেন, ‘২০ লাখ টাকা হারানোর ঘটনাটি খুব গুরুত্বসহকারে দেখা হচ্ছে। এর মূল রহস্যে অবশ্যই বের করা হবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ