হোম > সারা দেশ > রংপুর

গ্রামীণ ব্যাংক ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’ রাতভর পুলিশি পাহারা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পুলিশ পাহারা। ছবি: আজকের পত্রিকা

গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র করা হয়েছে, এমন গোয়েন্দা তথ্যে জরুরি সতর্কতা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাসহ সব ধরনের অপতৎপরতা এড়াতে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ৪৯টি শাখায় পুলিশি পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ঈদের ছুটিতে দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর ও চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলার ষড়যন্ত্র করেছে। প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য স্থানেও একই ধরনের হামলার আশঙ্কা থাকতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় পুলিশ ও আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। ঈদের রাত থেকে তাঁরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়া জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলাজুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এসপি মাহফুজুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে, এমন যেকোনো ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। জেলাজুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখাসহ পল্লী বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের ছুটির সুযোগে যাতে কেউ রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করতে না পারে, সে জন্য গোয়েন্দা বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড