হোম > সারা দেশ > রংপুর

গ্রামীণ ব্যাংক ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’ রাতভর পুলিশি পাহারা

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় পুলিশ পাহারা। ছবি: আজকের পত্রিকা

গ্রামীণ ব্যাংক ঘিরে নাশকতার ষড়যন্ত্র করা হয়েছে, এমন গোয়েন্দা তথ্যে জরুরি সতর্কতা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নাশকতাসহ সব ধরনের অপতৎপরতা এড়াতে গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে কুড়িগ্রাম জেলায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের ৪৯টি শাখায় পুলিশি পাহারার ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে সম্ভাব্য নাশকতা ঠেকাতে কুড়িগ্রাম-লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়েও নিরাপত্তা জোরদার করা হয়েছে। কুড়িগ্রাম পুলিশ সুপার (এসপি) মো. মাহফুজুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ঈদের ছুটিতে দেশে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে প্রাথমিকভাবে রংপুর ও চট্টগ্রাম বিভাগে অবস্থিত গ্রামীণ ব্যাংক এবং এই সংশ্লিষ্ট যেকোনো প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও হামলার ষড়যন্ত্র করেছে। প্রাথমিকভাবে রংপুর বিভাগের কুড়িগ্রামে এই হামলার সূত্রপাত ঘটার আশঙ্কা রয়েছে। দেশের অন্যান্য স্থানেও একই ধরনের হামলার আশঙ্কা থাকতে পারে বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, জেলা পুলিশ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে কুড়িগ্রামে গ্রামীণ ব্যাংকের প্রতিটি শাখায় পুলিশ ও আনসার সদস্য নিযুক্ত করা হয়েছে। ঈদের রাত থেকে তাঁরা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এ ছাড়া জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা পরিকল্পনা প্রতিহত করতে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। জেলাজুড়ে বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে।

এসপি মাহফুজুর রহমান বলেন, ‘আইনশৃঙ্খলা বিঘ্ন করে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি করে, এমন যেকোনো ধরনের কর্মকাণ্ড প্রতিহত করতে পুলিশ প্রস্তুত আছে। জেলাজুড়ে গ্রামীণ ব্যাংকের সব শাখাসহ পল্লী বিদ্যুৎ অফিসে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঈদের ছুটির সুযোগে যাতে কেউ রাষ্ট্রীয় স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করতে না পারে, সে জন্য গোয়েন্দা বিভাগসহ আইনশৃঙ্খলা বাহিনী বাড়তি সতর্ক অবস্থায় রয়েছে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত