হোম > সারা দেশ > কুড়িগ্রাম

নদীতে ঝাঁপ দিয়ে যুবক নিখোঁজ

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের কালজানী নদীতে ঝাঁপ দিয়ে নাজমুল নামের এক যুবক নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। শুক্রবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। এই প্রতিবেদন লেখার সময় শনিবার বিকেল পর্যন্ত প্রায় ১৫ ঘণ্টা পেরিয়ে গেলেও নাজমুলের সন্ধান মেলেনি।

নিখোঁজ নাজমুল উপজেলার শিলখুড়ি ইউনিয়নের উত্তর ধলডাঙ্গা গ্রামের শুক্কুর আলীর ছেলে। 

নাজমুলের বড় ভাই নাছির আলী বলেন, ‘শুক্রবার দিবাগত মধ্যরাতে নাজমুল ও আরও দুজন কালজানী নদীর পাড়ে বসেছিল। এ সময় বিজিবির একটি টহল দলকে দেখে ভয়ে তাদের একজন দৌড়ে পালিয়ে যায়। এ সময় নাজমুল ও অপরজন নদীতে ঝাপ দেয়। পরে নদীতে ঝাপ দেওয়া দুইজনের একজন সাঁতরে তীরে উঠে এলেও নাজমুল এখনো নিখোঁজ।’ 

শিলখুড়ি ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ঘটনাটি দুঃখজনক। 

ভূরুঙ্গামারী থানার তদন্ত কর্মকর্তা (ওসি) আজাহার আলী বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নাজমুলের সন্ধান পাওয়া যায়নি। সে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে।  

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ