হোম > সারা দেশ > দিনাজপুর

১০ লাখ টাকা কাবিনে শ্বশুরবাড়িতে দ্বিতীয়বার বিয়ে, বাড়ি ফিরে যুবকের আত্মহত্যা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

শ্বশুরবাড়ির নির্যাতন সইতে না পেরে গলায় রশি পেঁচিয়ে দিনাজপুরের খানসামায় রমজান আলী মিলন (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। গতকাল রোববার (২০ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার দক্ষিণ বালাপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত যুবক রমজান আলী মিলন উপজেলার দক্ষিণ বালাপাড়া ধুদিপাড়া এলাকার মৃত আফাজ উদ্দিনের ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন। 

নিহতের বড় ভাই নুর আলম, থানা-পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় চার বছর আগে পারিবারিকভাবে পার্শ্ববর্তী নীলফামারী সদর উপজেলার সোনারায় ঘাটেরপাড় এলাকার শাহানাজ নামে এক মেয়ের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই নানা বিষয়ে তাঁদের সংসারে ঝগড়াঝাঁটি লেগে থাকত। এ কারণে প্রায় সময়ই স্ত্রী বাবার বাড়িতে থাকতেন। 

সর্বশেষ গত তিন মাস আগে স্ত্রী দেড় বছরের ছেলেসন্তানসহ তাঁর বাবার বাড়ি যান। মিলন গত বুধবার (১৬ অক্টোবর) রাতে ঢাকা থেকে বাসায় এসে বউ আনার জন্য শ্বশুরবাড়ি যান। এই সময়ে চার দিন ধরে তাঁকে ঘরে আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতন করে প্রায় ১০ লাখ টাকা কাবিননামা করে পুনরায় বিয়ে দেয়। এরপর রোববার (২০ অক্টোবর) সন্ধ্যায় নিজ বাসায় একাই ফিরে আসেন তিনি। এ সময় মিলন শ্বশুরবাড়ির নির্যাতনের কথা তাঁর ভাই ও পরিবারের সদস্যের জানান। পরবর্তী সময়ে সোমবার (২১ অক্টোবর) বিকেলে আবদ্ধ রুমে সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে গলায় রশি প্যাঁচানো অবস্থায় দেখতে পেয়ে থানায় ও স্থানীয়দের খবর দেন তাঁর বড় ভাই। 

নিহতের বড় ভাই ভ্যানচালক নুর আলম বলেন, ‘আজ সোমবার সকালে আমিসহ পরিবারের সদস্যরা জীবিকার খোঁজে বাইরে যাই। বিকেলে দেখি মিলনের ঘর আবদ্ধ, কোনো সাড়াশব্দ নাই। পরে দরজা ভেঙে দেখি রশিতে ঝুলে আছে সে।’ 

বিষয়টি নিশ্চিত করে খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজমুল হক আজকের পত্রিকাকে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তিনি আরও বলেন, শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে মনোমালিন্যে এমন মৃত্যু হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের পর বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ