হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

বাল্যবিবাহের খবর দিল বান্ধবীরা, লগ্নের সময় হাজির প্রশাসন

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে বান্ধবীদের সহযোগিতায় এক কিশোরীর বাল্যবিবাহ ঠেকানো সম্ভব হয়েছে। এই বাল্যবিবাহ আয়োজন করার অপরাধে কনের বাবাকে ১০ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ সোমবার সকালে তাঁকে ঠাকুরগাঁও জেলা কারাগারে পাঠানো হয়েছে। নিরাপত্তাহীনতায় ভোগায় ওই কিশোরীকে ঠাকুরগাঁওয়ের মহিলা পরিষদের জিম্মায় রাখা হয়েছে। বাল্যবিবাহের আয়োজন বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তাহের মো. সামসুজ্জামান।

ইউএনও জানান, গতকাল রোববার রাত ১২টার দিকে শহরের ১৫ বছর বয়সী এক কিশোরীর বিয়ের আয়োজন করা হয়। খবর পেয়ে রাতেই ওই বাড়িতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় বাল্যবিবাহের আয়োজন বন্ধ করে দেন এবং মেয়ের বাবাকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। পাশাপাশি মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা নেওয়া হয়। 

বাংলাদেশ মহিলা পরিষদের সদস্য নাজমা আক্তার মীম বলেন, ‘রোববার দিবাগত রাত ১২টায় কিশোরীর বিয়ের লগ্ন ছিল। কিন্তু গোপন সূত্রে বাল্যবিবাহের খবর পেয়ে ইউএনও ও পুলিশ নিয়ে কনের বাড়িতে আমরা হাজির হই। এ সময় ইউএনও বিয়ের আয়োজন বন্ধ করে দেন এবং তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ার চেষ্টার অপরাধে কনের বাবাকে দণ্ড দেন।’ 

ওই কিশোরী জানায়, স্থানীয় এক রাজমিস্ত্রির সঙ্গে তার বিয়ে ঠিক হয়। বিয়েতে তার অমত থাকায় বিষয়টি তার স্কুলের বান্ধবীদের জানায় সে। এ সময় তাদের সহযোগিতায় বিষয়টি মহিলা পরিষদ জানতে পারলে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হয় বিয়ে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার