দিনাজপুরের খানসামা উপজেলায় নাশকতার মামলায় বিএনপির দুই সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক গোবিন্দপুর এলাকার রাশেদুজ্জামান স্মৃতি (৪২) ও ইয়াসিন আলী (৩৯) এবং ভেড়ভেড়ী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি টংগুয়া এলাকার সাইয়াদুল ইসলাম মুক্তি (৫৪)।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম বলেন, ইতিপূর্বেই তাঁদের বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে। তার পরিপ্রেক্ষিতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে এবং বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।