হোম > সারা দেশ > রংপুর

কাউনিয়ায় বাসচাপায় অটোরিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় যাত্রীবাহী বাসের চাপায় রফিকুল নামে এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। আহত হয়েছেন বাসের সহকারী ও এক যাত্রী। এ ঘটনায় বিক্ষুব্ধ লোকজন প্রায় চার ঘণ্টা রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখে। আজ শুক্রবার সকালে উপজেলার বেইলি ব্রিজ বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 

রফিকুল ইসলাম উপজেলার শহীদবাগ ইউনিয়নের খোরদা ভূতছাড়া বেইলি ব্রিজ গ্রামের জয়নাল হোসেনের ছেলে। 

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকাল ৬টার দিকে শহীদবাগ বেইলি ব্রিজ বাজার নামক স্থানে রংপুর মহাসড়কে কুড়িগ্রামগামী ফাহমিদা হক বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার নিচে দাঁড়িয়ে থাকা অটোরিকশাকে চাপা দেয়। পরে বাসটি একটি দোকানের ওপরে উঠে যায়। এতে অটোচালক, বাসের সহকারী ও এক যাত্রী আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অটোচালক রফিকুল মারা যান। আহত অপর দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এদিকে বাসের চাপায় স্থানীয় অটোচালক নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে শতশত বিক্ষুব্ধ লোক স্পিডব্রেকার ও সড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মহাসড়ক অবরোধ করে। এতে করে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে সড়কের যান চলাচল স্বাভাবিক করে। 

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোন্তাছের বিল্লাহ জানান, ঘটনার পর বাসচালক পালিয়ে যান। বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ