পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় চোরাকারবারিদের হামলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুজন জোয়ান আহত হয়েছেন।
গতকাল শনিবার রাতে উপজেলার মোহাম্মদপুর গ্রামের ককোয়াবাড়ী সীমান্তে এ ঘটনা ঘটে।
আহত দুজন হলেন নাজিরগোমানী বিজিবি ক্যাম্পের সদস্য মনিরুজ্জামান (২৯) ও অনুপ কুমার (২৯)। তাঁরা দুজনেই পাটগ্রাম উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন।
এ ঘটনায় বিজিবি বাদী হয়ে আজ রোববার দুপুরে পাটগ্রাম থানায় একটি মামলা করেছে।