হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 

নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। ছবি: আজকের পত্রিকা

অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে। সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আজ শুক্রবার বিকেলে স্থানীয় পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ মাঠে এ প্রতিযোগিতা হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি শরিফুল ইসলাম সাজু। স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। প্রচার ও প্রকাশনা সম্পাদক রেজা মাহমুদের সঞ্চালনায় আরও বক্তব্য দেন সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল কাফি ও সতীর্থ সাহিত্য সাংস্কৃতিক সংগঠনের জ্যেষ্ঠ সদস্য আবু সুফিয়ান।

নীলফামারীর সৈয়দপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ছবি আঁকছে শিশুরা। ছবি: আজকের পত্রিকা

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি সারোয়ার রহমান, সহসাধারণ সম্পাদক আনোয়ার পারভেজ, জ্যেষ্ঠ সদস্য রফিকুল বারী বাবলু, অর্থ সম্পাদক মিজানুর রহমান মিজান, দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস সরকার, তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক রোকনুজ্জামান নিশান, মহিলাবিষয়ক সম্পাদক সায়মা পারভীন রুহি, সাহিত্য সম্পাদক আনন্দ রায়, সদস্য শান্তা ইসলাম, মাহবুব রহমান মানিক, সাংবাদিক এম এ মোমেন, পাইলট বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ