হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে আগুনে পুড়িয়ে হত্যার দায়ে ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে মোজাম্মেল হক নামে এক যুবককে ইট ভাটার আগুনে পুড়িয়ে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। আজ মঙ্গলবার দুপুরে আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় প্রদান করেন।

ঘোষিত রায়ে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেক আসামিকে ১ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরও ১ মাস কারাদণ্ডের সাজা প্রদান করা হয়েছে।

এ সময় সাজাপ্রাপ্ত তিন আসামি আদালতের এজলাসে উপস্থিত ছিলেন। সাজাপ্রাপ্ত দুই আসামি পলাতক ছিলেন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনজনকে খালাস দিয়েছেন বিচারক।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জেলার রানীশংকৈল উপজেলার বলাঞ্চা গ্রামের করিম উদ্দীনের ছেলে নজরুল ইসলাম, বালিয়াডাঙ্গী উপজেলার বানোর বাংহাতলী গ্রামের আব্দুল আজিজের ছেলে কফিল উদ্দিন, রানীশংকৈল উপজেলার নজরুল ইসলামের ছেলে ইউনুস আলী, একই উপজেলার কোটিব উদ্দিনের ছেলে আব্দুল জলিল ও একই উপজেলার বদির উদ্দিনের ছেলে সিকান্দার আলী। এ মামলায় পলাতক রয়েছে সাজাপ্রাপ্ত দুই আসামি সিকান্দার আলী ও ইউনুস আলী।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী পাবলিক প্রসিকিউটর (পিপি) আব্দুল হামিদ জানান, গত ২০১০ সালের ১৪ মার্চ বালিয়াডাঙ্গীতে ভুট্টা খেত থেকে একটি মাথাবিহীন মরদেহ পাওয়া গেলে বালিয়াডাঙ্গী থানার এসআই আতিকুল ইসলাম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। তিনি সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করলে গ্রেপ্তারকৃত আসামির বর্ণনা মতে বালিয়াডাঙ্গীর একটি ইট ভাটার ভেতর থেকে একটি মাথার কঙ্কাল উদ্ধার করে পুলিশ।

পরে এ মামলার তদন্ত ভার পরে উপপরিদর্শক ফরহাদ আলীর ওপর। তিনি দীর্ঘ তদন্ত শেষ করে আটজনকে আসামি করে মামলার চার্জশিট দাখিল করেন। পরবর্তীতে জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোজাম্মেল হক মামলাটির অধিকতর তদন্ত করে আটজনকে প্রাথমিকভাবে দোষী করে নতুন করে চার্জশিট দাখিল করেন আদালতে। তদন্তকালে আসামি ইউনুস আলী, আব্দুল জলিল ও কফিল উদ্দীন ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজেদের দোষ স্বীকার করেন।

মামলায় রাষ্ট্রপক্ষের ১৮ জন সাক্ষীর সাক্ষ্য, যুক্তিতর্কে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় পাঁচ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। 

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার