গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার কুঠিপাড়া এলাকায় সেপটিক ট্যাংকে পড়ে সাবরিনা বেগম (৩৫) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকালে তাঁর মৃত্যু হয়।
নিহতের স্বামী আব্দুর রাজ্জাক বলেন, আজ সকালে আমার স্ত্রী ময়লা ফেলানোর জন্য বাড়ির বাইরে আঙিনা দিয়ে যাওয়ার সময় সেপটিক ট্যাংক ধসে পড়ে যায়। ট্যাংকে পড়ে ডুবে যাওয়ায় তাঁকে আমরা উদ্ধার করতে পারিনি।
নিহতের স্বামী আরও বলেন, ঘটনার পর স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে কর্মীরা এসে আমার স্ত্রীকে উদ্ধার করেন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় সাবরিনার মৃত্যু হয়।