হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে বাজার তদারকি শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কুড়িগ্রামে মাঠে নেমেছে স্থানীয় প্রশাসন। আজ শনিবার জেলা শহরসহ রাজারহাট উপজেলায় বাজার তদারকিতে নামে জেলা প্রশাসন ও পুলিশের যৌথ দল। এ সময় এক দোকানিকে জরিমানা করা হয়। 

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। 

অভিযান সূত্রে জানা গেছে, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির বিন আলীর নেতৃত্বে জেলা শহরের জিয়া বাজার, আদর্শ পৌর বাজার, খলিলগঞ্জ বাজার, রাজারহাট বাজারসহ বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় চিনির মূল্যতালিকা প্রদর্শন না করার অপরাধে জিয়া বাজারের হজরত রাইস এজেন্সিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। 

অভিযানে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার সুমন রেজা, ভোক্তা-অধিকারের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. শাহরিয়ার, কৃষি বিপণন কর্মকর্তা শাহীন আহমেদ প্রমুখ। 

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুদাচ্ছির আজকের পত্রিকাকে বলেন, ‘রমজান মাস উপলক্ষে এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।’ 

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা