হোম > সারা দেশ > রংপুর

রৌমারীতে সেতু ভেঙে যোগাযোগবিচ্ছিন্ন ২০ হাজার মানুষ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে পড়েছে। ছবি : আজকের পত্রিকা

কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের লালকুড়া এলাকায় জিঞ্জিরাম নদীর ওপর কাঠ ও বাঁশ দিয়ে তৈরি সেতুটি ভেঙে পড়েছে। এতে উপজেলা শহরের সঙ্গে ১১টি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে।

শনিবার (১৭ মে) দুপুরে নদীর পানি বেড়ে গেলে প্রবল স্রোতের চাপেই সেতুটি ধসে পড়ে।

স্থানীয়রা জানান, ২০২৪ সালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের তত্ত্বাবধানে কাঠ ও বাঁশ দিয়ে সাময়িকভাবে সেতুটি নির্মাণ করা হয়। নির্মাণের কিছুদিন পর থেকেই সেটিতে নড়বড়ে অবস্থা দেখা দেয়। তবু বিকল্প পথ না থাকায় এলাকাবাসী দীর্ঘদিন ঝুঁকি নিয়ে চলাচল করছিল।

লালকুড়া গ্রামের বাসিন্দা করিম মোল্লা, আব্দুস সালাম, আবু সাঈদ, জহুরুলসহ অনেকেই জানান, সেতুটি ভেঙে পড়ায় এখন উপজেলা শহরে যাতায়াত করা একপ্রকার অসম্ভব হয়ে পড়েছে। চিকিৎসা, বাজার, অফিস কিংবা স্কুল—সবকিছুতেই পড়তে হচ্ছে দুর্ভোগে। দ্রুত নতুন সেতু নির্মাণ বা মেরামতের দাবি জানান তাঁরা।

যাদুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সরবেশ আলী বলেন, ‘‘নদীর পানির উচ্চতা বাড়ায় স্রোতের তীব্রতায় সেতুটি ভেঙে গেছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে।’

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল কুমার হালদার বলেন, ‘সেতুটি দ্রুত মেরামতের নির্দেশনা দেওয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত