হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ভূরুঙ্গামারীতে জমি সংক্রান্ত দ্বন্দ্বে আহত ৭

প্রতিনিধি, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম)

জমি সংক্রান্ত বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে সাতজন আহত হয়েছে। এ ছাড়া একটি ঘরে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। আজ শুক্রবার সকালে ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নের ধামেরহাট বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন পরিজন বেগম (৩৫), চায়না বেগম (২৫), লাভলু মিয়া (৩৭), আজিজুল হক (২৭), আকতার হোসেন (৪১), আলআমিন (২১), মাইদুল ইসলাম (২৭)। গুরুতর আহতদের বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে।

জানা গেছে, তিলাই ইউনিয়নের পশ্চিম ছাট গোপালপুর গ্রামে ২০ শতাংশ জমি নিয়ে দীর্ঘদিন যাবৎ মৃত নওশের আলীর ছেলেদের সঙ্গে আমজাদ আলীর ছেলেদের বিবাদ চলছিল। শুক্রবার সকালে ওই জমির সীমানা নির্ধারণ কালে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের সাতজন আহত হয়।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শাহাদুজ্জামান জানান, প্রাথমিক চিকিৎসা শেষে দুজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি পাঁচজনকে ভর্তি করানো হয়েছে। তাঁর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর।

আহত আজিজুল হক জানান, মৃত নওশের আলীর ছেলেদের সঙ্গে ২০ শতাংশ জমির একটি মামলা আদালতে চলমান রয়েছে। আজ সকাল দশটার দিকে নওশের আলীর ছেলেরা ওই জমি মাপতে এসে আমাদের বাড়ির বেড়াচাটি ভেঙে ফেলে। একটি ঘরে আগুন ধরিয়ে দেয়। আগুনে লাভলু ও পরিজনের শরীর পুড়ে গেছে। এ ছাড়া গর্ভবতী চায়না বেগমকে তাঁরা এলোপাতাড়ি লাথি মারে।

মৃত নওশের আলীর ছেলে আবদুল বরেক জানান, দলিল মতে আমরা ওই জমির মালিক। আজকে আমরা জমির সীমানা নির্ধারণ করতে গেলে আমজাদ আলীর ছেলেরা আমাদের ওপর হামলা করে। এতে আকতার, মাইদুল, আল আমিন ও আমি নিজে আহত হই। আমজাদ আলীর ছেলেরা নিজেদের ঘরে নিজেরাই আগুন ধরিয়ে দিয়েছে। আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগে তাঁরা আমাদের ফাঁসানো চেষ্টা করছে।

স্থানীয়রা জানান, যে জমি নিয়ে দ্বন্দ্ব ওই জমির মধ্যে ৮ শতাংশ জমি সরকারের খাস খতিয়ানের অন্তর্ভুক্ত। উভয় পক্ষ খাসের বিষয়টি অস্বীকার করেছেন।

তিলাই ইউপি চেয়ারম্যান ফরিদুল হক শাহীন শিকদার সংঘর্ষের বিষয়টি স্বীকার করে বলেন ওই জমি নিয়ে ইতিপূর্বে দু'বার গ্রাম্য সালিস হয়েছে।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন জানান, জরুরি সেবা সার্ভিসে ফোন পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার