হোম > সারা দেশ > রংপুর

‘নির্বাচিত স্বতন্ত্র প্রার্থীদের বঙ্গবন্ধুর সৈনিক বলা যায় না’

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুর–৫ আসনের পরাজিত প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য রাশেক রহমানের মতে, আওয়ামী লীগ করেও যারা স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচিত হয়েছেন তাঁদের ‘বঙ্গবন্ধুর সৈনিক’ বলা যায় না। তাঁর মতে, যারা নৌকা মার্কায় ভোট দিয়েছেন তাঁরাই জননেত্রী শেখ হাসিনার পরীক্ষিত সৈনিক। 

বুধবার (১০ জানুয়ারি) বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও শেখ হাসিনার নেতৃত্বে সরকার গঠন উপলক্ষে অনুষ্ঠিত দোয়া মাহফিল এবং আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে তিনি এ কথা বলেন। 

রাশেক রহমান বলেন, ‘বঙ্গবন্ধু দেশে ফিরে এসেছিলেন বলেই বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মডেল রাষ্ট্রের পরিচিতি পেয়েছে। আর এটা সম্ভব করেছেন জননেত্রী শেখ হাসিনা।’ 

মিঠাপুকুর উপজেলা আওয়ামী লীগ আয়োজনে বেগম রোকেয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় রাশেক রহমান আরও  বলেন, ‘আমি হেরে গিয়েও আপনাদের সঙ্গে আছি এবং আজীবন থাকব। এ উপজেলা ৭৪ হাজার মানুষ আমাকে ভোট দিয়েছেন। তাঁদের ভালোবাসার ঋণ শোধ করা যাবে না, কিন্তু কৃতজ্ঞ থাকব সর্বক্ষণ।’ 

এ সময় তিনি পঞ্চমবার প্রধানমন্ত্রী হওয়ায় শেখ হাসিনাকে মিঠাপুকুরবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানিয়ে স্মার্ট বাংলাদেশ গড়ার আন্দোলনে সবাইকে শামিল হওয়ার আহ্বান জানান। 

আহ্বায়ক আফছার মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য দেন—রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল, জয়নাল আবেদীন, আনোয়ারুল ইসলাম, আনোয়ার সাদাত লেমনসহ স্থানীয় নেতারা। 

এর আগে একটি বিশাল মিছিল বের করা হয়। পরে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার