হোম > সারা দেশ > রংপুর

‘বাংলাদেশের স্বাস্থ্য খাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশের লাভ হয়’

রংপুর প্রতিনিধি

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. ফরহাদ হালিম ডোনার। ছবি: আজকের পত্রিকা

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) প্রধান উপদেষ্টা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার বলেছেন, বাংলাদেশের স্বাস্থ্য খাত ধ্বংস হলে পার্শ্ববর্তী দেশের লাভ হয়। দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতের জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে ১০ বিলিয়ন ডলার আয় করে পার্শ্ববর্তী দেশ। পার্শ্ববর্তী দেশকে প্রতিবছর ১০ বিলিয়ন ডলার আয় দেওয়ার লক্ষ্যে একটি মাস্টারপ্ল্যান করে বিগত সরকার দেশের স্বাস্থ্য খাত দুর্নীতি করে ধ্বংস করে দিয়েছে।

আজ বুধবার দুপুরে রংপুর মেডিকেল কলেজের শহীদ রফিকুল ইসলাম মিলনায়তনে ড্যাব রংপুর বিভাগীয় সাংগঠনিক সমাবেশের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব বলেন।

হালিম ডোনার বলেন, বিগত সরকার দুর্নীতি করেও যদি স্বাস্থ্য খাতের উন্নতি করত, তা হলেও ভালো হতো। সেটাও হয়নি। বিএনপি সরকার ২০০৬ সালে স্বাস্থ্য খাতে যা করেছে গেছে, তার থেকে উন্নতি তো হয়নি, বরং গত ১৬ বছরে ধ্বংস করেছে ফ্যাসিস্ট সরকার।

ড্যাবের এই নেতা বলেন, বিএনপি সমমনা দল ক্ষমতায় এলে আগামী ১০ বছরের জন্য স্বাস্থ্য খাতের উন্নয়ন নিয়ে পরিকল্পনা করা হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক জিয়ার ৩১ দফার মধ্যেও স্বাস্থ্য খাতের কথা বলা হয়েছে।

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার