কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় মো. আব্দুল মালেক (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে সদর উপজেলার কাঁঠাল বাড়ী এলাকায় কুড়িগ্রাম-রংপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালেক কুড়িগ্রাম পৌর শহরের হরিকেশ পাঠানপাড়া এলাকার বাসিন্দা। তিনি মোটরসাইকেলে করে লালমনিরহাট জেলার বড়বাড়ীতে মেয়ের বাড়ি যাচ্ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।
স্থানীয়রা জানান, আব্দুল মালেক কুড়িগ্রাম থেকে বড়বাড়ী যাওয়ার পথে সড়কে দুর্ঘটনার শিকার হন। এ সময় মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। সড়কে পড়ে ঘটনাস্থলেই নিহত হন আব্দুল মালেক।
কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেছেন।’