হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চরাঞ্চলের মানুষের জন্য মন্ত্রণালয় দাবি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চরবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চরবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সংলাপ হয়েছে। আজ শনিবার বেলা ২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল এলাকায় ধরলা নদীর চরে এ কর্মসূচি পালিত হয়। ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন শাখা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ফুলবাড়ী উপজেলা সদর, বাংলারহাট ও গোড়কমণ্ডল চরের ১ হাজার চরবাসী অংশগ্রহণ করেন। পরে সংলাপ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় সংলাপে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলার চিলমারী মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি, কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আশরাফ আলী, চরের বাসিন্দা আব্দুর রহমান ও গাজীবর অংশ নেন।

সংলাপে বক্তারা চরাঞ্চলসহ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মতো চরবিষয়ক মন্ত্রণালয় গঠন করতে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার