হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চরাঞ্চলের মানুষের জন্য মন্ত্রণালয় দাবি

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চরবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ফুলবাড়ীতে চরবিষয়ক মন্ত্রণালয়ের দাবিতে মানববন্ধন ও সংলাপ হয়েছে। আজ শনিবার বেলা ২টায় উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমণ্ডল এলাকায় ধরলা নদীর চরে এ কর্মসূচি পালিত হয়। ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন শাখা কমিটি এ কর্মসূচির আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও চর উন্নয়ন কমিটির আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ফুলবাড়ী উপজেলা সদর, বাংলারহাট ও গোড়কমণ্ডল চরের ১ হাজার চরবাসী অংশগ্রহণ করেন। পরে সংলাপ অনুষ্ঠিত হয়।

ফুলবাড়ী উপজেলা চর উন্নয়ন কমিটির আহ্বায়ক ডা. শাহাদৎ হোসেনের সভাপতিত্বে ও সদস্যসচিব সাংবাদিক শাহিনুর রহমান শাহীনের সঞ্চালনায় সংলাপে ফুলবাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনছার আলী মিয়া, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা, নাওডাঙ্গা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মুসাব্বের আলী মুসা, জেলার চিলমারী মীর ইসমাইল হোসেন সরকারি কলেজের সাবেক অধ্যাপিকা নাজমুন নাহার বিউটি, কুড়িগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আশরাফ আলী, চরের বাসিন্দা আব্দুর রহমান ও গাজীবর অংশ নেন।

সংলাপে বক্তারা চরাঞ্চলসহ এলাকার মানুষের ভাগ্যের উন্নয়নে পার্বত্য চট্টগ্রাম, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মতো চরবিষয়ক মন্ত্রণালয় গঠন করতে বর্তমান সরকারের কাছে জোর দাবি জানান।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু