হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে মাদ্রাসাছাত্রকে হত্যার মামলায় ‘সন্দেহভাজন’ যুবক গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে হত্যার মামলায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার যুবকের মোবাইল ট্র্যাক করে হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। 

আজ বুধবার গ্রেপ্তার যুবককে ঠাকুরগাঁও বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার যুবকের নাম—মো. মাসুদ (২১)। তিনি সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহব্বতপুর গ্রামের রমজান আলীর ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘হত্যার সঙ্গে সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায়, মাসুদ নামের ওই যুবককে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’ 

মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক (এসআই) জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘ওই মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধারের পর তাঁর বাবা দারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে সদর থানায় একটি মামলা দায়ের করেন। মামলা তদন্ত করতে গিয়ে গ্রেপ্তার মাসুদের মোবাইল ফোন ট্র্যাক করে, হত্যার ঘটনায় জড়িত থাকার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। এরপরে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁকে এই হত্যা মামলায় রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে।’ 

উল্লেখ্য গত ৪ মে সদর উপজেলার মাদারগঞ্জ এমবি উচ্চ বিদ্যালয়ের পার্শ্ববর্তী একটি ভুট্টা খেত থেকে মুরাদ হোসেন নামে এক মাদ্রাসাছাত্রের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত মুরাদ মাদারগঞ্জ হাফেজিয়া মাদ্রাসা খরবা এতিমখানা ও লিল্লাহ্ বোর্ডিংয়ের হেফজখানার ছাত্র। সে মোহাম্মদপুর ইউনিয়নের গিলাবাড়ি এলাকার দারুল ইসলামের ছেলে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ