জাতীয়তাবাদী ছাত্রদলের গাইবান্ধার ফুলছড়ি উপজেলা শাখার আহ্বায়ক আলমাস হোসাইনকে বহিষ্কার করা হয়েছে। সংগঠনের শৃঙ্খলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগে তাঁকে বহিষ্কার করা হয়।
আজ শুক্রবার গাইবান্ধা জেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক রিফাত সরকার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জেলা ছাত্রদলের সভাপতি সভাপতি খন্দকার জাকারিয়া আলম জিম এবং সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেকের সিদ্ধান্ত মোতাবেক এই বহিষ্কার আদেশ করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বহিষ্কারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক বলেন, `দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ফুলছড়ি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমাস হোসাইনকে বহিষ্কার করা হয়েছে।’
তারেকুজ্জামান তারেক আরও বলেন, `বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ব্যঙ্গ করে ফেসবুকে স্ট্যাটাসসহ আলমাস হোসাইনের বিরুদ্ধে স্থানীয় নেতা-কর্মীদের বিভিন্ন অভিযোগের পরিপ্রেক্ষিতে বহিষ্কার করা হয়।’