হোম > সারা দেশ > লালমনিরহাট

শ্বশুরবাড়ি এলাকা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় শ্বশুরবাড়ির এলাকা থেকে সাজু মিয়া (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও সন্তান ঢাকা চলে যাওয়ায় অভিমান করে শ্বশুর বাড়িতে এসে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের ২ নম্বর আদর্শগ্রাম শ্বশুরবাড়ি এলাকার একটি আম গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাজু মিয়া রংপুর সিটি করপোরেশনের বাস টার্মিনাল এলাকার মোজা মিয়ার ছেলে এবং হাতীবান্ধা উপজেলার আদর্শগ্রাম এলাকার মৃত মহুবর রহমানের জামাতা। 

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সাজু মিয়ার স্ত্রী মিম্মা (২৫) স্বামীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে (২) নিয়ে ঢাকা চলে যান। এতে সাজু মিয়া মনঃক্ষুণ্ন হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে সবার অজান্তে শ্বশুর বাড়ির পাশের আমগাছে সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে বড়খাতা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন বলেন, ‘এর আগে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হলে কয়েকবার সালিসের মাধ্যমে সমাধান হয়। এর মাঝে আবারও ঝগড়াঝাঁটি হলে সাজুর স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকা চলে যায়। এই ক্ষোভে সে নিজেই আত্মহত্যা করতে পারে।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা