হোম > সারা দেশ > লালমনিরহাট

শ্বশুরবাড়ি এলাকা থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় শ্বশুরবাড়ির এলাকা থেকে সাজু মিয়া (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্ত্রী ও সন্তান ঢাকা চলে যাওয়ায় অভিমান করে শ্বশুর বাড়িতে এসে তিনি আত্মহত্যা করেছেন বলে জানান স্থানীয়রা।

আজ বৃহস্পতিবার রাতে উপজেলার বড়খাতা ইউনিয়নের ২ নম্বর আদর্শগ্রাম শ্বশুরবাড়ি এলাকার একটি আম গাছ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সাজু মিয়া রংপুর সিটি করপোরেশনের বাস টার্মিনাল এলাকার মোজা মিয়ার ছেলে এবং হাতীবান্ধা উপজেলার আদর্শগ্রাম এলাকার মৃত মহুবর রহমানের জামাতা। 

স্থানীয়রা জানান, কয়েক দিন আগে সাজু মিয়ার স্ত্রী মিম্মা (২৫) স্বামীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে (২) নিয়ে ঢাকা চলে যান। এতে সাজু মিয়া মনঃক্ষুণ্ন হয়ে বৃহস্পতিবার দিবাগত রাতে সবার অজান্তে শ্বশুর বাড়ির পাশের আমগাছে সঙ্গে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন।

এ বিষয়ে বড়খাতা ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শওকত হোসেন বলেন, ‘এর আগে স্বামী-স্ত্রীর মাঝে ঝগড়া হলে কয়েকবার সালিসের মাধ্যমে সমাধান হয়। এর মাঝে আবারও ঝগড়াঝাঁটি হলে সাজুর স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকা চলে যায়। এই ক্ষোভে সে নিজেই আত্মহত্যা করতে পারে।’

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম বলেন, ‘ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ