হোম > সারা দেশ > রংপুর

পীরগঞ্জে খড় শুকানোকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৬

প্রতিনিধি

 পীরগঞ্জ (রংপুর): খড় শুকানোকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ছয় জন আহত হয়েছেন। আজ বুধবার পীরগঞ্জ পৌরসভার প্রজাপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। বিষয়টি থানা পর্যন্ত গড়িয়েছে।

সংঘর্ষে আহতরা হলেন- রবীন্দ্রনাথ পাল (৪৮), অনিল চন্দ্র পাল (৫৫), নির্মল চন্দ্র পাল (৩৮), সন্তোষ চন্দ্র পাল (৪০), গৌরাঙ্গ চন্দ্র পাল (৪৮), কৃষ্ণ চন্দ্র পাল (৪৫)।

জানা গেছে, পৌরসভার প্রজাপাড়ার লতিফ চন্দ্র পালের ছেলে চন্ডিপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবীন্দ্রনাথ পাল (৪৮) এবং প্রতিবেশী সন্তোষ চন্দ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আজ রবীন্দ্র চন্দ্র পাল খড় শুকাচ্ছিলেন। এসময় কিছু খড় সন্তোষ চন্দ্রের জায়গায় চলে যায়। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষ লাঠিসোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুইপক্ষের মোট ছয়জন আহত হন। আহতদের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

রবীন্দ্রনাথ পাল বলেন, খড় শুকাতে দিলে কিছু খড় সন্তোষের জায়গায় চলে যায়। এতেই ঘটনাটা মারামারি পর্যায়ে চলে যায়। এটা খবু দুঃখজনক।

সন্তোষ বলেন, আমার জায়গায় সে কেন খড় শুকাতে দিবে। তার জায়গা নেই? আমরা থানায় অভিযোগ দিয়েছি।

পীরগঞ্জ থানার এসআই মিজানুর রহমান বলেন, এ ঘটনায় পীরগঞ্জ থানায় দু’পক্ষই লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগটি আমাকে দেওয়ার পর উভয়পক্ষকে থানায় ডাকা হয়েছে। মীমাংসা না হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

খামার থেকে গরু লুট, আন্তজেলা ডাকাত চক্রের চার সদস্য গ্রেপ্তার

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার