হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে বাস–ট্রাক মুখোমুখি সংঘর্ষ, দুই চালকসহ নিহত ৩

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি 

যাত্রীবাহী বাস ও ধানবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বীরগঞ্জে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের যধুর মোড়ে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালকসহ তিনজন নিহত হয়েছেন। নিহতদের দুজন দুই যানবাহনের চালক। নিহত অপরজন বাসের যাত্রী।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে সাড়ে তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ থাকার কারণে রাস্তার দুপাশে শত শত গাড়ি আটকে যায়। সাড়ে ১১টার দিকে পুলিশের সহযোগিতায় যান চলাচল শুরু হয়।

নিহতরা হলেন—ঢাকা কোচ হেরিটেজ স্লিপারের চালক আব্দুল করিম (৩০)। তিনি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ উপজেলার ভাবলাগঞ্জের বাসিন্দা আমজাদ হোসেনের ছেলে। অপরজন দাদা–নাতি পরিবহন নামের ট্রাকের চালক আনোয়ার হোসেন। তিনি পঞ্চগড়ের আহাম্মেদনগর বাজারের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

নিহত বাসযাত্রী হাসিনা বেগম (৬০) ঠাকুরগাঁওয়ের রাণীশৈংকল উপজেলার সন্ধ্যারাই এলাকার বাসিন্দা এ.এম. রেজাউল করিমের স্ত্রী।

স্থানীয় প্রত্যক্ষদর্শী এনামুল জানান, সকাল ৮টার দিকে ঢাকা থেকে ঠাকুরগাঁওগামী হেরিটেজ স্লিপার কোচটি যধুর মোড় এলাকায় ঘোরানোর পথে রং সাইডে ছিল। সে সময় ঠাকুরগাঁও থেকে দিনাজপুরগামী ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে।

সংবাদ পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর, বীরগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ও ১০ মাইল হাইওয়ে পুলিশ সার্জন শেখ আরিফিন ইমরোজ বাহিনী নিয়ে হাজির হন। হতাহতদের উদ্ধার ও সড়ক থেকে দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক সরানোর কাজ করেন তাঁরা। সাড়ে তিন ঘণ্টা পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, ঘটনাস্থলে তিনজন মারা গেছেন। আরেকজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।

বীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ইসমাইল হোসেন জানান, ২০ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৭ জনের অবস্থা গুরুতর। তাঁদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ৫/৬ জন চিকিৎসা নিয়ে চলে গেছেন। বাকিরা বীরগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার