প্ল্যাটফরমে দাঁড়িয়ে থাকা ট্রেনের ভেতরে ও ছাদে উপচে পড়া ভিড়। কয়েক জন বাঁশের তৈরি ৮-১০ ফুট উচ্চতার মই নিয়ে ছোটাছুটি করছেন। কেউ মই বেয়ে ট্রেনের ছাদ থেকে নামছেন, কেউ আবার উঠছেন।
গতকাল মঙ্গলবার রাত ৯টায় এমন চিত্রের দেখা মেলে দিনাজপুরের ফুলবাড়ী রেলওয়ে স্টেশনে।
ঢাকা থেকে ছেড়ে আসা আন্তনগর একতা এক্সপ্রেস ট্রেনটি ফুলবাড়ী স্টেশনের ১ নম্বর প্ল্যাটফরমে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে মই নিয়ে ছোটাছুটি করতে দেখা যায় কয়েকজন নারী-পুরুষকে। কেউ ট্রেনের ছাদ থেকে নামতে এবং উঠতে চাইলে তাঁদের ডাকছেন। সঙ্গে সঙ্গে মই নিয়ে ছুটে এসে ট্রেনের ছাদে লাগিয়ে দিচ্ছেন, এরপর যাত্রীদের কাছ থেকে জনপ্রতি ১০ টাকা করে ভাড়া আদায় করছেন।
জানতে চাইলে জহুরুল ইসলাম, রিনা বেগমসহ কয়েকজন জানান, এখন ঈদের সময় অনেক যাত্রী ট্রেনের ভেতরে জায়গা না পেয়ে ছাদে উঠে যাত্রা করছেন। কেউ নামতে বা উঠতে চাইলে ট্রেনে মই লাগিয়ে দিচ্ছেন। এতে যাত্রীদের সুবিধা হচ্ছে, বিনিময়ে তাঁরাও কিছু টাকা পাচ্ছেন। ঈদের আগে-পড়ে সাত দিন এভাবে মই দিয়ে মানুষকে ওঠানামা করান বলে জানান তাঁরা।
ঝুঁকি নিয়ে কেন ট্রেনের ছাদে এলেন এমন প্রশ্নের জবাবে মই বেয়ে নামা যাত্রীরা জানান, পরিবারের সঙ্গে ঈদ করতে বাড়ি যাচ্ছি। ট্রেনের ভেতরে জায়গা নেই, কিন্তু যেতে তো হবেই, তাই এ ব্যবস্থা।
পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আজম বলেন, ট্রেনের ছাদে যাত্রা করা বেআইনি, এতে মারাত্মক ঝুঁকিও রয়েছে। রেলওয়ে হেডকোয়ার্টার থেকে সিনিয়র অথরিটিরা প্রথম দিকে বিষয়টি তদারক করেছেন। কিন্তু তা মানছে না যাত্রীরা। তবে বর্তমানে ঈদের কথা বিবেচনা করে তাদের বিরক্ত করতে মানা করেছেন। আপাতত এ বিষয়ে ব্যবস্থা নেওয়ারও কোনো নির্দেশনা নেই।