কুড়িগ্রামের ফুলবাড়ীতে আবেদ আলী (৭০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের চর সোনাইকাজী গ্রামের তার বাড়ির পাশের লিচু বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বৃদ্ধ আবেদ আলী উপজেলার ওই গ্রামের মৃত তমর উদ্দিন ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, ভোরে ফজরের নামাজ পড়ার জন্য মসজিদের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন আবেদ আলী। তিনি আর বাড়ি ফেরেননি। বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় পথচারীরা লিচু গাছে মরদেহ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ জানান, মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। সে অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।