হোম > সারা দেশ > দিনাজপুর

‘বাইকে আসক্তি’ পোস্ট দেওয়া তরুণের মৃত্যু হলো বাইকেই

 নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

নিহত রাতুল ইসলাম রাজ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের নবাবগঞ্জে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে রাতুল ইসলাম রাজ (২০) নামে তরুণ নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের দিঘিরত্না এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

রাতুল ইসলাম উপজেলার ৬ নম্বর ভাদুরিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ও গ্রাম ভাদুরিয়া এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে। তিনি মোটরসাইকেলটির চালক ছিলেন।

নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওয়াদুদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, দুর্ঘটনায় রাতুল নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। উপজেলার ভাদুরিয়া এলাকার মহাসড়কে দিঘিরত্না এলাকায় ট্রাক ওভারটেকিং করে আসার সময় অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। গুরুতর আহত অবস্থায় রাতুলকে পাশের বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি জানান, আপত্তি না থাকায় লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এদিকে মৃত্যুর আগে লিখে যাওয়া নিজের ফেসবুক প্রোফাইল বায়োতে পোস্ট নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। বায়ো পোস্টে রাতুল ইসলাম নিজের বাইকের প্রতি দুর্বলতার কথা উল্লেখ করে লিখেছেন ‘কোনো মেয়ে আমাকে এসএমএস দেবেন না, আমি নারীতে আসক্ত না, বাইক এ।’

রাতুলের বন্ধু এনামুল মন্ডল আজকের পত্রিকাকে বলেন, রাতুলের মাত্র সাড়ে ৪ মাস হলো বিয়ে হয়েছে। রাতুল ছোট থেকেই বাইক পছন্দ করত, বিভিন্ন সময় বাইক নিয়ে তার কাছে অভিব্যক্ত শুনেছি। রাতুল খুব ভালো বাইক চালাতো, গতকাল ঘনকুয়াশা ছিল তাই এমন দুর্ঘটনা হয়েছে।’

ভাদুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. আনিছুর রহমান রাব্বু জানান, আজ শুক্রবার বাদ জুমা তাঁর জানাজা অনুষ্ঠিত হবে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার