কুড়িগ্রামের রাজীবপুরে গাছ থেকে কাঁঠাল পাড়তে গিয়ে পা পিছলে সিদ্দিকুর রহমান নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালে উপজেলা পোস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।
সিদ্দিকুর রহমান (৬০) উপজেলার সদর ইউনিয়নের বড়াইডাঙ্গী গ্রামের মৃত বাহার উদ্দিনের ছেলে। তিনি রাজীরপুর উপজেলা পোস্ট অফিসের নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, আজ (শুক্রবার) সকালে কাঁঠাল পাড়তে গাছে ওঠেন সিদ্দিকুর রহমান। এ সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান তিনি। এতে মাথা থেঁতলে যায় তার। গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রাজীবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ফাহমিদা আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘কাঁঠাল গাছ থেকে নিচে পড়ে গিয়ে মাথা থেঁতলে যায় সিদ্দিকুর রহমানের। এতে অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়।’
রাজীবপুর উপজেলা পোস্ট মাস্টার শহিদুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘কাঁঠাল গাছ থেকে নিচে পড়ে সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়েছে। এ ঘটনা তিনি জেনেছেন। সিদ্দিকুর রহমান নৈশ প্রহরী হিসেবে পোস্ট অফিসের কর্মরত ছিলেন।’
রাজীবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় একটি ইউডি মামলা করা হয়েছে।’