হোম > সারা দেশ > নীলফামারী

শেখ হাসিনার সময়ে দেশে মসজিদের সংখ্যা বেড়েছে: আসাদুজ্জামান নূর 

নীলফামারী প্রতিনিধি

সাবেক সংস্কৃতিমন্ত্রী ও নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সময়েই দেশে মসজিদের সংখ্যা বেড়েছে, মসজিদগুলোর উন্নয়ন হয়েছে এবং ইমাম মুয়াজ্জিনগণ সম্মানিত হয়েছেন।

আজ শনিবার দুপুরে বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল) নীলফামারী কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন এমপি। 

আসাদুজ্জামান নূর বলেন, বিশেষ করে মডেল মসজিদ স্থাপন বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর কোথাও নেই, অথচ শেখ হাসিনাকে ইসলাম বিরোধী বলে থাকেন স্বাধীনতা বিরোধী অপশক্তি। এই অপশক্তির বিরুদ্ধে দাঁড়াতে হবে। 

আসাদুজ্জামান নূর আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইসলামিক ফাউন্ডেশন স্থাপন করেছিলেন ইসলাম প্রচারের জন্য। এই ইসলামিক ফাউন্ডেশনের কারণেই ইমাম মুয়াজ্জিনদের আজ সুযোগ-সুবিধা করে দিচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। 

এমপি বলেন, স্বাধীনতা বিরোধী অপশক্তির ষড়যন্ত্র শেষ হয়নি তাঁরা ষড়যন্ত্র করেই চলেছে। ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই অপশক্তির বিরুদ্ধে সজাগ থাকতে হবে। সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে আলেম সমাজকেই দায়িত্ব নিতে হবে কারণ আপনার ধর্মীয় নেতা। কোনোভাবে যাতে একজন মানুষও ভুল পথে না যায়। এদিকে সতর্ক থাকতে হবে। 

ইসলামিক ফাউন্ডেশন নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক এ কে এম জাকিউজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা পরিচালনা করেন কার্যালয়ের মাঠ কর্মকর্তা সোলায়মান আলী। 

বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, নীলফামারী পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম রিন্টু ও সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন। 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বঙ্গবন্ধু পরিষদের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মশিউর রহমান। এ ছাড়া জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা খন্দকার আশরাফুল হক নূরী বক্তব্য দেন। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ