হোম > সারা দেশ > রংপুর

মিঠাপুকুরে মোটরসাইকেল ছিনিয়ে নিতে যুবককে গলা কেটে হত্যা

মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি 

রংপুরের মিঠাপুকুরে মোক্তারুল ইসলাম ভোদল (২৫) নামের এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। গতকাল সোমবার রাতে ঢাকা-রংপুর মহাসড়কসংলগ্ন বলদীপুকুর পল্লী বিদ্যুতের সাব-স্টেশন এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে মোক্তারুল ইসলাম ভোদল গতকাল সোমবার সন্ধ্যায় মোটরসাইকেলযোগে জায়গীরহাট বাসস্ট্যান্ডে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কিন্তু দীর্ঘ সময়ে তাঁর খোঁজখবর না পেয়ে পরিবারের সদস্যরা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এদিকে মিঠাপুকুর থানায় জিডি করে বাড়ি ফেরার পথে মহাসড়কের বলদীপুকুর পল্লী বিদ্যুতের সাব-স্টেশন এলাকায় মোক্তারুল ইসলাম ভোদলের লাশ পড়ে থাকতে দেখেন স্বজনেরা। কিন্তু তাঁর মোটরসাইকেলটি পাওয়া যায়নি। মোটরসাইকেল ছিনিয়ে নিতে দুষ্কৃতকারীরা তাঁকে হত্যা করেছে বলে ধারণা তাঁর স্বজনদের।

এ বিষয়ে জানতে চাইলে মিঠাপুকুর থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে বলেন, রাতেই লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আজ মঙ্গলবার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা