লালমনিরহাটের হাতীবান্ধায় মাটিতে পড়ে থাকা তার তুলতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে আশরাফুল (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা ১১টার দিকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারী গ্রামের ডাঙ্গাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আশরাফুল ডাঙ্গাপাড়া এলাকার নায়েব আলীর ছেলে।
সিংগীমারী ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড সদস্য মজিবর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ওই এলাকায় বাঁশের খুঁটি থেকে মাটিতে পড়ে থাকা একটি সংযোগ লাইনের তার তুলতে গিয়ে বিদ্যুতায়িত হন ওই যুবক। এ সময় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক কর্মকর্তা নাসিরা বলেন, ওই যুবককে হাসপাতালে নিয়ে আসার আগেই তাঁর মৃত্যু হয়।