হোম > সারা দেশ > রংপুর

আওয়ামী লীগের পথে হাঁটলে আপনারাও হারিয়ে যাবেন: অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতিবেদক

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা জানানো অনুষ্ঠানে বক্তব্য দেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। ছবি: আজকের পত্রিকা

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আওয়ামী লীগ যে লুটপাট, দখলদারির সঙ্গে জড়িত হয়ে পড়েছিল, সেই পথে আপনারা যদি কেউ হাঁটেন, সে পথ কিন্তু অন্ধকার পথ। সে পথে হারিয়ে যাবেন, যেমন হারিয়ে গেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। ক্ষমতার লোভে এমন কোনো অকাজ ছিল না যে তাঁরা করতেন না।’

গতকাল বুধবার ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যোদ্ধাদের সম্মাননা জানানো অনুষ্ঠানে অ্যাটর্নি জেনারেল এসব কথা বলেন।

জোহান ড্রিম ভ্যালি পার্ক মিলনায়তনে জুলাই যোদ্ধা পরিবারের আয়োজনে এই অনুষ্ঠানে জুলাই আন্দোলনে নিহত ও আহত ঝিনাইদহের গেজেটভুক্ত ১৩৯ জনকে আর্থিক সহায়তা ও সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি আসাদুজ্জামান বিভিন্ন ছাত্রসংগঠনের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনাদের চাল-চলন, কথাবার্তায় এমন কোনো আচরণ করবেন না, যাতে আপনাদের মধ্যে বিভেদ তৈরি হয়। আপনাদের মধ্যে কোনো বৈষম্য আনে—এমন কোনো পরিবেশ তৈরি করতে দেবেন না, যে পরিবেশ জুলাই বিপ্লবের চেতনাকে ধূলিসাৎ করার জন্য ভূমিকা রাখতে পারে।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব রিফাত রশিদ। তিনি গণমাধ্যমগুলোর মালিকদের উদ্দেশে বলেন, ‘যারা এখনো মিডিয়া হাউসে বসে শেখ হাসিনাকে দেশে আনার কলকাঠি নাড়ছে, তাদের অবিলম্বে চাকরি থেকে বরখাস্ত করে দিন।’

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, জেলা জামায়াতের আমির আলী আজম মোহাম্মদ আবু বকর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক আবু হুরাইরা, সদস্যসচিব সাইদুর রহমান প্রমুখ।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত