হোম > সারা দেশ > দিনাজপুর

নবাবগঞ্জের সেই মোর্শেদার বাড়ি পরিদর্শন করল আন্তর্জাতিক সাহায্য সংস্থা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সংবাদ প্রকাশের পর দিনাজপুরের নবাবগঞ্জে ভুক্তভোগী মোর্শেদা বেগমের ভাঙচুর করা বাড়ি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের বিন্নাগাড়ি গ্রামের ওই বাড়ি পরিদর্শন করে তাঁরা। 

এ সময় সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী প্রোগ্রামার সুমি সাহা উপস্থিত ছিলেন। এ সময় তিনি ওই পরিবারের খোঁজ খবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। 

এর আগে গত ১২ মে রাতে প্রতিপক্ষরা হামলা করে মোর্শেদা বেগমের বাড়ি ভাঙচুর করে। পরে জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশের সাহায্য নিয়ে আত্মরক্ষা করেন তিনি। এ বিষয়ে গত ১৫ মে আজকের পত্রিকার অনলাইনে ‘৯৯৯-এ কল করে হামলা থেকে রক্ষা পেল ভুক্তভোগী, অভিযোগ দায়ের’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদ প্রকাশ হওয়ায় খোঁজ খবর নেয় সংস্থাটি। 

ভুক্তভোগী মোর্শেদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিপক্ষরা আমাকে উচ্ছেদ করার চেষ্টা করেছে। ৯৯৯ কল দিয়ে পুলিশের সাহায্যে সে যাত্রায় বেঁচে গেছি। ইসলামিক রিলিফ অফিস থেকে আপা এসেছে। আমার খোঁজ খবর নিছে, সেদিনের ঘটনার কথাও শুনল।’ 

ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকারী প্রোগ্রামার সুমি সাহা আজকের পত্রিকাকে বলেন, মোর্শেদা বেগম ইসলামিক রিলিফ বাংলাদেশের একজন সুবিধাভোগী। প্রতিপক্ষের হামলায় তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে। বর্তমানে ভাঙা ও জীর্ণ বাড়িতে বসবাস করে আসছেন তিনি। অফিসের নির্দেশনা অনুযায়ী আজকে ওনার খোঁজ খবর নেওয়া হয়েছে। ওনার বিষয়ে ঢাকাসহ ইউকে অফিসে প্রতিবেদন দেওয়া হবে। 

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত