হোম > সারা দেশ > দিনাজপুর

নবাবগঞ্জের সেই মোর্শেদার বাড়ি পরিদর্শন করল আন্তর্জাতিক সাহায্য সংস্থা

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

সংবাদ প্রকাশের পর দিনাজপুরের নবাবগঞ্জে ভুক্তভোগী মোর্শেদা বেগমের ভাঙচুর করা বাড়ি পরিদর্শন করেছেন আন্তর্জাতিক সাহায্য সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশ। আজ সোমবার সকাল ১০টায় উপজেলার ৯ নম্বর কুশদহ ইউনিয়নের বিন্নাগাড়ি গ্রামের ওই বাড়ি পরিদর্শন করে তাঁরা। 

এ সময় সংস্থাটির প্রধান কার্যালয়ের সহকারী প্রোগ্রামার সুমি সাহা উপস্থিত ছিলেন। এ সময় তিনি ওই পরিবারের খোঁজ খবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন। 

এর আগে গত ১২ মে রাতে প্রতিপক্ষরা হামলা করে মোর্শেদা বেগমের বাড়ি ভাঙচুর করে। পরে জরুরি সেবা ৯৯৯ এ কল করে পুলিশের সাহায্য নিয়ে আত্মরক্ষা করেন তিনি। এ বিষয়ে গত ১৫ মে আজকের পত্রিকার অনলাইনে ‘৯৯৯-এ কল করে হামলা থেকে রক্ষা পেল ভুক্তভোগী, অভিযোগ দায়ের’ শিরোনামে সংবাদ প্রকাশ করা হয়। সেই সংবাদ প্রকাশ হওয়ায় খোঁজ খবর নেয় সংস্থাটি। 

ভুক্তভোগী মোর্শেদা বেগম আজকের পত্রিকাকে বলেন, ‘আমার অসহায়ত্বের সুযোগ নিয়ে প্রতিপক্ষরা আমাকে উচ্ছেদ করার চেষ্টা করেছে। ৯৯৯ কল দিয়ে পুলিশের সাহায্যে সে যাত্রায় বেঁচে গেছি। ইসলামিক রিলিফ অফিস থেকে আপা এসেছে। আমার খোঁজ খবর নিছে, সেদিনের ঘটনার কথাও শুনল।’ 

ইসলামিক রিলিফ বাংলাদেশের সহকারী প্রোগ্রামার সুমি সাহা আজকের পত্রিকাকে বলেন, মোর্শেদা বেগম ইসলামিক রিলিফ বাংলাদেশের একজন সুবিধাভোগী। প্রতিপক্ষের হামলায় তাঁর বাড়ি ভাঙচুর করা হয়েছে। বর্তমানে ভাঙা ও জীর্ণ বাড়িতে বসবাস করে আসছেন তিনি। অফিসের নির্দেশনা অনুযায়ী আজকে ওনার খোঁজ খবর নেওয়া হয়েছে। ওনার বিষয়ে ঢাকাসহ ইউকে অফিসে প্রতিবেদন দেওয়া হবে। 

গুলিবিদ্ধ হাদির মৃত্যু: গঙ্গাচড়ায় ছাত্র-জনতার বিক্ষোভ মিছিল

ওসমান হাদিকে গুলি মানে জুলাই যোদ্ধাদের ওপর হামলা: আল মামুন

গাইবান্ধায় গ্রামীণ ব্যাংকের সামনে থেকে ৪ ককটেল উদ্ধার

গঙ্গাচড়ায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ