হোম > সারা দেশ > দিনাজপুর

২য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার 

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ২য় শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে কাজল মিয়া (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ। আজ শনিবার শিশুটির বাবা অভিযোগ দায়ের করলে থান-পুলিশ উপজেলার অদূরে আলোকধুতি গ্রাম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। 

অভিযুক্ত মো. কাজল মিয়া উপজেলার আলোকধুতি গ্রামের মন্টু মিয়ার ছেলে। 

অভিযোগপত্র থেকে জানা যায়, গত ১০ মার্চ বেলা ১২টার দিকে ভুক্তভোগী শিক্ষার্থী স্কুল ছুটির পর বাসায় ফেরে। পরে আব্দুল্লাহ (৭) নামে প্রতিবেশী অপর এক শিশুর সঙ্গে খেলতে বের হয়। তখন অভিযুক্ত কাজল মিয়া শিশুটিকে পাশের ঝোপের আড়ালে নিয়ে গিয়ে ধর্ষণ করে এবং আবদুল্লাহকে টাকা দেওয়ার লোভ দেখিয়ে কাউকে কিছু না বলতে অনুরোধ করে। আবদুল্লাহ বিষয়টি ওই শিশুর মাকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে আসলে অভিযুক্ত কাজল মিয়া পালিয়ে যান। শিশুটির মা স্থানীয়দের সহায়তায় শিশুটিকে দ্রুত ভ্যানে করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। শিশুটির অবস্থা আশঙ্কাজনক উল্লেখ করে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর এম আবদুল রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। 

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ আজকের পত্রিকাকে জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠিয়েছে। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ