হোম > সারা দেশ > দিনাজপুর

হাসপাতাল থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, স্বামী গ্রেপ্তার

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জে ডা. রোকেয়া খাতুন ডেইজি (২৭) নামে এক নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মামলার পর ওই চিকিৎসকের স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল মঙ্গলবার বেলা আড়াইটার দিকে উপজেলার দলারদরগা কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালের দ্বিতীয় তলার আবাসিক কক্ষে এ ঘটনা ঘটে। 

মৃত রোকেয়া ডেইজি পার্শ্ববর্তী ফুলবাড়ী উপজেলার উত্তর কৃষ্ণপুর গ্রামের সিরাজুল ইসলামের মেয়ে। নয় মাস আগে পাঁচবিবি উপজেলার বালিঘাটা গ্রামের চিকিৎসক মো. আরিফ হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়। কে এইচ এম মেমোরিয়াল হাসপাতালে গাইনি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন তিনি। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. মেজবাহুল ইসলাম আজকের পত্রিকাকে জানান, দুপুরে হাসপাতালের চিকিৎসক ডা. রোকেয়া ও তাঁর স্বামীর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। পরে দুজনে আলাদা আলাদা কক্ষে বিশ্রামে যায়। বেলা আড়াইটার দিকে নিজ কক্ষ থেকে চিকিৎসক রোকেয়া খাতুন ডেইজির ফ্যানে গামছা প্যাঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

থানার তদন্ত কর্মকর্তা এসআই আক্তারুজ্জামান জানান, ওই হাসপাতালের আবাসিক কক্ষ থেকে গামছা প্যাঁচানো নারী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই দিনই নারী চিকিৎসকের বাবা সিরাজুল ইসলাম বাদী হয়ে স্বামী আরিফ হোসেন, শাশুড়ি ও ননদকে আসামি করে একটি আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার মামলা করেন। 

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ জানান, মামলার প্রেক্ষিতে নারী চিকিৎসকের স্বামী আরিফ হোসেনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়েছে। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ