হোম > সারা দেশ > কুড়িগ্রাম

কুড়িগ্রামে অটোরিকশায় ট্রাকের ধাক্কা, মা-মেয়ে নিহত

কুড়িগ্রাম ও ভূরুঙ্গামারী প্রতিনিধি

সোনাহাট স্থলবন্দরগামী ট্রাক সামনে থেকে ধাক্কা দিলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ছবি: আজকের পত্রিকা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় যাত্রীবাহী অটোরিকশায় ট্রাকের ধাক্কায় মা ও মেয়ে নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ যাত্রী। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার সোনাহাট স্থলবন্দর-ভূরুঙ্গামারী মহাসড়কের ঘন্টিঘর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের মাহীগঞ্জ চান্দনীয়া গ্রামের মোহাম্মদ আলীর স্ত্রী মোমেনা বেগম (৪৫) ও তাঁর মেয়ে মুন্নী আক্তার (২৫)। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যাটারিচালিত অটোরিকশাটি যাত্রী নিয়ে ভূরুঙ্গামারী শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঘন্টিঘর নামক স্থানে সোনাহাট স্থলবন্দরগামী একটি ট্রাক এই অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুন্নি আক্তারকে মৃত ঘোষণা করেন। মোমেনা বেগমকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ওসি মুনিরুল ইসলাম জানান, দুর্ঘটনা পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় এজাহার দেওয়া হয়েছে। সড়ক পরিবহন আইনে মামলা নথিভুক্ত করা হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ