হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

নানার বাড়ি থেকে দোয়া নিয়ে ফেরার পথে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী

বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও) প্রতিনিধি

পরীক্ষার আগের দিন নানার বাড়ি থেকে দোয়া নিয়ে ফেরার পথে নিখোঁজ হয়েছে এক এসএসসি পরীক্ষার্থী (১৬)। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে গত চার দিনেও তার সন্ধান পাননি স্বজনেরা। এ ঘটনায় বালিয়াডাঙ্গী থানায় গত বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর সন্ধান চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। 

বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কলন্দা করিয়া গ্রামের নুর জামালের মেয়ে নুর নীলা। উপজেলার ফারাবাড়ী কুশুম উদ্দীন উচ্চবিদ্যালয়ের মানবিক বিভাগ থেকে চলমান এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। পরীক্ষার আগের দিন থেকে নিখোঁজ থাকার কারণে পরীক্ষায় বসতে পারেনি সে। 

বাবা নুর জামাল জানান, বুধবার বিকেল ৫টায় রাণীশংকৈল উপজেলার কাদিহাট গ্রামে নানার বাড়ি থেকে দোয়া নিয়ে বাসায় ফেরার পথে নিখোঁজ হয়। গেল চার দিন সব স্থানে খোঁজ করেও তার সন্ধান পাননি। 

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম বলেন, মেয়েটির সন্ধানে কাজ করছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রেমের সম্পর্কে কারও সঙ্গে যেতে পারে। মেয়ের পরিবার ছেলের নাম বললেও তার মোবাইল ফোন নম্বর দিতে পারেনি। মোবাইল ফোনের নম্বর পেলে দ্রুত খোঁজ পাওয়া সম্ভব হবে বলে জানান তিনি। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ