হোম > সারা দেশ > ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক স্প্রে করে দুর্ধর্ষ চুরি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও পৌরশহরের একটি বাড়িতে চেতনানাশক স্প্রে করে পরিবারের সবাইকে অচেতন করে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার গভীর রাতে পৌরশহরের বাজার পাড়া মহল্লার সুনীল কুমার কুন্ডুর (৭৫) বাড়িতে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী সুনীল কুমার সদর থানায় একটি লিখিত অভিযোগ করেন।

থানার অভিযোগ থেকে জানা যায়, সুনীলের বাড়ির লোকজন শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পরেন। এ সময় ঘরে চেতনানাশক স্প্রে করে চোরের দল। পরিবারের সকলে অচেতন হয়ে পড়লে চোরেরা বাড়ির ভেতর ঢুকে আলমারি ভেঙে নগদ টাকা, সোনার গয়না, কাপড়, মোবাইল ফোনসহ মালামাল চুরি করে নিয়ে যায়।

শনিবার দুপুর পর্যন্ত বিষয়টি কেউই বুঝতে পারেনি। দুপুরের পরও তাদের কোনো সাড়াশব্দ না পেয়ে এক প্রতিবেশীর তাদের বাড়িতে গিয়ে ঘরের সবাইকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে আশপাশের অন্যান্য প্রতিবেশীদের বিষয়টি জানায়। আশপাশের প্রতিবেশীরা এসে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাঁরা সুস্থ হয়ে ওঠেন।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম বলেন, ভুক্তভোগীর নিকট থেকে অভিযোগ পেয়েছি। দুর্বৃত্তকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে।

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা