হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে ছয় আসনে ৪ জনের মনোনয়নপত্র বাতিল 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে ছয় সংসদীয় আসনে চারজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ রোববার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে যাচাই–বাছাই শেষে এ কথা জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাকিল আহমেদ। তবে আগামী ৫ থেকে ৯ ডিসেম্বর ওই প্রার্থীরা আপিলের সুযোগ পাবেন। 

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাকিল আহমেদ আজকের পত্রিকাকে বলেন, ‘মনোনয়নপত্রের সঙ্গে মোট ভোটারের এক শতাংশের এনআইডি কার্ডের দাখিল করা তথ্য সঠিক না থাকায় ওই চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী (প্রার্থীর পক্ষে সমর্থন যাচাই) বিধিমালা ২০১১ এর বিধি ৫ অনুযায়ী এই কার্যক্রম করা হয়েছে।’ 

মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীরা হলেন, দিনাজপুর-১ (কাহারোল-বীরগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগ নেতা আবু হুসাইন ওরফে বিপু, দিনাজপুর-৩ (সদর) আসনে জেলা যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ, দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে আওয়ামী লীগের নেতা তোজাম্মেল হক এবং দিনাজপুর-৬ (বিরামপুর-নবাবগঞ্জ-হাকিমপুর-ঘোড়াঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী শাহনেওয়াজ ফিরোজ শুভ শাহ। 

এ বিষয়ে দিনাজপুর-৫ আসনে স্বতন্ত্র প্রার্থী মোজাম্মেল হক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সেখানে উপস্থিত ছিলাম না। প্রতিনিধির কাছে শুনেছি। তবে যেহেতু আপিল করার সুযোগ আছে, সে ক্ষেত্রে দলীয় নেতা কর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করব।’ 

এর আগে ৩০ নভেম্বর পর্যন্ত দিনাজপুরের ছয় আসনে মোট ৩৪ জন মনোনয়নপত্র জমা দেন। সেখানে ছয় আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থীর বিপক্ষে একই দলের স্বতন্ত্র প্রার্থী ছিলেন সাতজন। এ ছাড়া জাতীয় পার্টির ছয়জন ও অন্যান্য ১৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ