হোম > সারা দেশ > দিনাজপুর

দিনাজপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া, আহত ১০ 

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ ও যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছে। 

আজ মঙ্গলবার দুপুরে শিক্ষার্থীরা দিনাজপুর সরকারি কলেজের সম্মুখ সড়কে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে গেলে অসংখ্য যানবাহন আটকা পড়ে। 

প্রায় এক ঘণ্টা আন্দোলনরত শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এ সময় যুবলীগের ১৫-১৬টি মোটরসাইকেলে মছিল নিয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের মুখোমুখি হয়। পরে ছাত্রলীগ তাদের সঙ্গে একীভূত হয়ে একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। পাল্টাপাল্টি স্লোগানের এক পর্যায়ে উভয়পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করলে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। 

পরে গাছের ডাল ও বাঁশের লাঠি দিয়ে যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা আন্দোলনরত শিক্ষার্থীদের ধাওয়া দেয়। এ সময় আন্দোলনরত শিক্ষার্থীরা কোণঠাসা হয়ে পড়ে। পরে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। এ পাল্টাপাল্টি ধাওয়ায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। 

এদিকে বেলা ১১টায় দিনাজপুর শহরের ফুলবারড়ি বাসস্ট্যান্ড সংলগ্ন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর সামনে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করার চেষ্টা করলে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের ছত্রভঙ্গ করে দেয়। 

জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানান, শহরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সামনে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে। শহরের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ