হোম > সারা দেশ > দিনাজপুর

চিরনিদ্রায় শায়িত হলেন খানসামা উপজেলা চেয়ারম্যান আবু হাতেম

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের খানসামা উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং দিনাজপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু হাতেম (৬৪) গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টায় খানসামা সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। খানসামা কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে সমাহিত করা হয়েছে। 

আবু হাতেম হৃদ্‌রোগ, কিডনি ও ডায়াবেটিসজনিত রোগে ভুগছিলেন। বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 

আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন আবু হাতেম। তিনি ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন পদে দায়িত্ব পালনের পর ১৯৯৪-২০১২ সাল পর্যন্ত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি খানসামা মহিলা ডিগ্রি কলেজ ও খানসামা কামিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। এ ছাড়া খানসামা ডিগ্রি কলেজ, খানসামা সরকারি পাইলট মডেল উচ্চবিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। 

আবু হাতেমের জানাজায় দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান (এমপি), সহসভাপতি আলতাফুজ্জামান মিতা, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুকুজ্জামান চৌধুরী মাইকেল উপস্থিত ছিলেন। এ ছাড়া ইউপি চেয়ারম্যানবৃন্দ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার মানুষ শরিক হয়েছিলেন। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ