হোম > সারা দেশ > রংপুর

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ চাপে না পড়ে সে জন্য সরকার সচেষ্ট: স্পিকার

রংপুর প্রতিনিধি

জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, আজকের বাংলাদেশ আগের চেয়ে অনেক বেশি উন্নত, বেশি বদলে গেছে। গ্রামের অর্থনীতি এখন অনেক শক্তিশালী। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির বাজারে সাধারণ মানুষ যাতে চাপে না পড়ে, সে জন্য সব ধরনের সুবিধা দেওয়ার জন্য শেখ হাসিনার সরকার সচেষ্ট এবং কাজ করে যাচ্ছে।

আজ সোমবার বিকেলে রংপুরের পীরগঞ্জ উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপকারভোগীদের মধ্যে বিভিন্ন সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।

উন্নয়নের ধারাবাহিকতা তুলে ধরে শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুৎ ব্যবস্থার আমূল পরিবর্তনের মাধ্যমে ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন। শিক্ষা খাতে এক কোটি শিক্ষার্থীকে শিক্ষাসহায়ক ভাতা দিচ্ছেন, রাস্তাঘাটেও ব্যাপক উন্নয়ন করেছেন। বিধবা ভাতা, বয়স্ক ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতাসহ গর্ভবতী ও ল্যাকটেটিং মায়েদের বিভিন্ন ভাতার আওতায় এনেছেন তিনি।

স্পিকার বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। শিক্ষিত হয়েই নারীদের ভাগ্যের উন্নয়ন ঘটাতে হবে। ১৮ বছরের আগে যেন কোনো মেয়ের বিয়ে না হয়, সেটি নিশ্চিত করতে হবে।

আওয়ামী লীগ সরকারের আমলে নারীর অগ্রগতি নিয়ে স্পিকার বলেন, নারীদের সেলাই মেশিন ও কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে অর্থনৈতিকভাবে সক্ষমতা বৃদ্ধি করতে হবে। নারীরা শতরঞ্জি ও মৃৎশিল্পে প্রশিক্ষণ নিয়ে উদ্যোক্তা হিসেবে পারিবারিক ও দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

তথ্যপ্রযুক্তিগত জ্ঞান অর্থনৈতিক সচ্ছলতার বিশেষ উপায় বলে উল্লেখ্য করে শিরীন শারমিন চৌধুরী বলেন, পীরগঞ্জে শেখ কামাল আইটি প্রশিক্ষণকেন্দ্র স্থাপন করা হয়েছে। এখান থেকে প্রশিক্ষণ গ্রহণ করে চাকরিপ্রত্যাশী তরুণ-তরুণীরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ঘরে বসেই বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হচ্ছে।

এর আগে আজ সকালে ঢাকা থেকে সৈয়দপুর হয়ে সড়কপথে পীরগঞ্জে পৌঁছান তিনি। এ সময় পীরগঞ্জে সদর ইউনিয়নের দুবরাজপুর গাছুপাড়া, মণ্ডলপাড়া, হিলি কাঠালেরতল, বাওয়ার আমেরতলে পথসভা ও তুলারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় বিভিন্ন উপকার ভোগীর মধ্যে বাইসাইকেল, সেলাই মেশিন ও হুইলচেয়ার, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ অনুষ্ঠানে যোগ দেন স্পিকার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনি প্রমুখ।

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড